মুজিবনগর সরকার –Mujibanagar Govt
১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর থেকে স্বাধীনতার ঘোষণাপ্রত্রের মাধ্যমে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়। এই সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বার্তমান
মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে । এ সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান । তাই তারই নামানুসারে বৈদ্যনাথতলার নতুন নামকরণ করা হয় মুজিবনগর এবং অস্থায়ী সরকাারও পরিচিত হয়
মুজিবনগর সরকার নামে। এ সরকার প্রবাসী সরকার ও অস্থায়ী বিপ্লবী সরকার নামেও পরিচিত । এ দিন ১০ এপ্রিল জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ
করেন অধ্যাপক ইউসুফ আলী । তবে এটি কার্যকর হয় ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে।
এক নজরে মুজিবনগর সরকারের মন্ত্রনালয়
Read mor
বঙ্গবন্ধু শেখ মুজিবর বহমান
রাষ্ট্রপতি
সৈয়দ নজরুল ইসলাম
(উপ-রাষট্রপতি)
তাজউদ্দিন আহমেদ
প্রধানমন্ত্রী
এ.এইচ. এম কামরুজ্জামান
স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী
এম মনসুর আলী
অর্থমন্ত্রী

খন্দকার মোস্তাক আহমেদ
পররাষ্ট্র ও আইনমন্ত্রী
No comments:
Post a Comment