Friday, December 5, 2014

ভারতীয় উপমহাদেশে ও বাংলাদেশে ইউরোপীয়দের আগমন-Arrival of Europeans in Indian Sub-continent and Bangladesh



ভারতীয় উপমহাদেশে ও বাংলাদেশে ইউরোপীয়দের আগমন
Arrival of Europeans in Indian Sub-continent and Bangladesh
প্রশ্নঃ কত সালে ইউরোপ হতে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে আসার জল পথ আবিষ্কৃত হয়?
উত্তরঃ ১৪৮৭ সালে।
প্রশ্নঃ ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কার হয় কোন সালে?
উত্তরঃ ১৪৮৭ সালে।

Read more

প্রশ্নঃ কোন সালে ইউরোপ হতে ভারতে আসার জনপথ আবিষ্কৃত হয়?/পর্তুগিজ নাবিক ভাসকো দা গামা কত সারে ভারতে পৌছেন?
উত্তরঃ ১৪৯৮ সালে।
প্রশ্নঃ কোন ইউরোপীয় ভারতে আসার জনপথ আবিস্কার করেন?/ কোন ইউরোপীয় নাবিক সর্বপ্রথম সমুদ্রপথে ভারতে আসেন?
উত্তরঃ ভাস্কো ডা গামা।
প্রশ্নঃ কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে?
উত্তরঃ পর্তুগিজরা।
প্রশ্নঃ বাংলায়ইউরোপীয় বণিকদের মধ্রে বাণিজ্যর উদ্দেশ্য প্রথম এসেছিলেন?
উত্তরঃ পর্তুগিজরা।
প্রশ্নঃ ওলন্দাজরা কোন দেশের নাগরিক?
উত্তরঃ হল্যান্ড।
প্রশ্নঃ ইউরোপের কোন দেশের অধিবাসীদের ডাচ বলা হয়?
উত্তরঃ নেদারল্যান্ড।
প্রশ্নঃ হার্মাদ শব্দটি কোন ভাষা থেকে আগত?
উত্তরঃ পর্তুগিজ।
প্রশ্নঃ দিল্লরি কোন সম্রাট বাংরা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন?
উত্তরঃ শের শাহ।
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৬০০ সালে।
প্রশ্নঃ সম্রাট জাহাঙ্গীরের দরবারের প্রথম ইংরেজ দূত ছিলেন কে?
উত্তরঃ ক্যা্প্টেন হাকিন্স।
প্রশ্নঃ কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে রাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন?
উত্তরঃ জাহাঙ্গীর।
প্রশ্নঃ ইংরেজ বণিকগন সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন কার আমলে?
উত্তরঃ সম্রাট শাহজাহানের।
প্রশ্নঃ কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ জব চার্নক।
প্রশ্নঃ কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন কে?
উত্তরঃ ইংল্যান্ড ।
প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত ছিল?
উত্তরঃ করকাতা।

No comments:

Post a Comment

Translate