Wednesday, November 26, 2014

আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে আক্রমণ



আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে আক্রমণ

আলেকজান্ডার জাতিতে ছিলেন আর্য গ্রিক । তিনি ছিলেন ম্যাডিসনের রাজা ফিলিপসের পুত্র্ বাল্যকালে তিনি প্রখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটলের নিকট গৃহশিক্ষা লাভ করেন । খ্রিস্টপূর্ব ৩৩৫ খ্রিস্টাব্দে ফিলিপসের মৃত্যু হলে আলেকজান্ডার  খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে ভারতবর্ষ আক্রমণ করেন।  খ্রিস্টপূর্ব ৩২৫ াব্দে ব্যাবিলনে তার মৃত্যু হয়। আলেকজান্ডারের মৃত্যুর পর চন্দ্রগুপ্ত মৌর্য উপমহাদেশে গ্রিক প্রধান্যের  অবসান ঘটান।

No comments:

Post a Comment

Translate