Sunday, December 14, 2014

বাংলাদেশের অভ্যুদয়-২৫ মার্চের গণহত্যা ও মুক্তিযুদ্ধের সূচনা-The Genocide of 25th March and the beginning of the liberation War.স্বাধীনতার ঘোষনা-the declaration of Independence



বাংলাদেশের  অভ্যুদয়
২৫ মার্চের গণহত্যা ও মুক্তিযুদ্ধের সূচনা
The Genocide of 25th March and the beginning of the liberation War.
১৯ মার্চ, ১৯৭১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গাজীপুরে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ গড়ে তোলে। পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে গণহত্যামূলক অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল অপারেশন সার্চ লাইট।

Read more
স্বাধীনতার ঘোষনা
the declaration of Independence

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির জন্য যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিযেছিলেন। পৃথিবী দুটি দেশে স্বাধীনতার ঘোষণা ঘোষণা দিয়েছিলেন।পৃথিবী দুটি দেশে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল - একটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যটি ১৯৭১ সালে বাংলাদেশে।

২৫ মার্চ , ১৯৭১ রোজ বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর বহমানকে ধানমনিডর ৩২ নং বাসা হতে গ্রেফতার করা হয়। ওইদিন দিনের বেলা যে কোন জরুরী ঘোষণা প্রচারের উপলক্ষে তিনি প্রকৌশল বিশ্ববিদ্যালরে কয়েকজন প্রকৌশলী নিয়ে ধানমন্ডির ৩২ নং  বাসভবনে একটি ট্রান্সমিটার স্থাপন করেন বলে আওয়ামী লীগ সূত্রে উল্লেখ আছে। বন্দি হবার পূর্বে মধ্যরাতে অর্থ্যাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেন এবং এবং এ ঘোষণা ওয়ারলেস যোগে চট্টগ্রামে প্রেরণ করেন। পরের দিন বিবিসির প্রভাতী অধিবেশনে বঙ্গবন্ধুর ঘোষণাটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঘোষাণা হিসাবে ধরে নিয়ে ১৯৮০ সালে ২৬ মার্চ কে স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস হিসাবে ঘোষণা করা হয় । ২৬ মার্চ , ১৯৭১ দুপুরে তৎকালীন আওয়ামী লীগের সাধারনণ সম্পাদক আব্দুর হান্নান বঙ্গবন্ধুর পক্ষে কালুরঘাট বেতার কেন্দ্র হতে স্বাধীনতার ঘোষণাপত্রটি প্রচার করেন। ২৭ মার্চ , ১৯৭১ কালুরঘাট বেতার কেন্দ্র হতে মেজর জিয়াউর রহমান প্রথমে নিজ নামে এবং পরে বঙ্গবন্ধুর পক্ষেক স্বাধীনতা ঘোষণা পাঠ করেন।

No comments:

Post a Comment

Translate