Friday, November 28, 2014

আরাহাম লিংঙ্কন এর চিঠি - Abraham Lincoln's Letter







          আরাহাম লিংঙ্কন এর চিঠি



মাননীয় মহাশয়,
আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলামতাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন- এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি


Read more 

আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়তাকে এও শেখাবেন প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থবান রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে তাকে শেখাবেন পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবানএও তাকে শেখাবেন, কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেনযদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেনসে যেন আগেভাগেই এ কথা বুঝতে পারে- যারা পীড়নকারী তাদেরই সহজে কাবু করা যায়বইয়ের মাঝে কি রহস্য আছে তাও তাকে বুঝতে শেখাবেনআমার পুত্রকে শেখাবেন বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশী সম্মানজনকনিজের উপর তার যেন সুমহান আস্থা থাকে এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করেতাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতেআমার পুত্র যেন এ শক্তি পায়- হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করারসে যেন সবার কথা শোনে এবং তা সত্যের পর্দায় ছেঁকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে- এ শিক্ষাও তাকে দিবেন

সে যেন শিখে দুঃখের মাঝে কীভাবে হাসতে হয়আবার কান্নার মাঝে লজ্জা নেই একথা তাকে বুঝতে শেখাবেনযারা নির্দয়, নির্মম তাদের সে যেন ঘৃণা করতে শেখেআর অতিরিক্ত আরাম-আয়েশ থেকে সাবধান থাকে
আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেন নাকেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে, থাকে যেন সাহসী হওয়ার ধৈর্যতাকে এ শিক্ষাও দিবেন- নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানবজাতির প্রতি
ইতি
আপনার বিশ্বস্ত আব্রাহাম লিংকন

No comments:

Post a Comment

Translate