বাংলাদেশের দ্বীপ (Islands of Bangladesh)আরো জানতে এখানে ক্লিক করুন।
১। সেন্ট মার্টিনস দ্বীপ (ST.Martin'islands)- কক্সবাজার নাফ নদরি মোহনায অবস্থিত অংরাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ। টেকনাফ সমুদ্র উপকুল হতে ৯কি:মি:। দক্ষিনে বঙ্গোপসাগরে অবস্থিত । দ্বীপটির আয়তন মাত্র ৮ বর্গকি: মি। দ্বীপটির অন্য নাম নারিকেল জিজিরা। সেন্টমার্টিন দঈপ পর্যটন কেন্দ্র, মাছ আহরণ , চুনাপাথর, খনিজ পদার্থ(কালো সোনা) প্রভৃতির জন্য বিখ্যাত।
২। ছেড়া দ্বীপ (Chhera island)- কক্সবাজারে অস্থিত সেন্টমর্টিন দ্বীপের দক্ষিণাংশ ছেড়া দ্বীপ নামে পরিচিত। জোয়ারের সময় দ্বীপটি সেস্টমার্টিন হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে । ভাটার সময় সেন্টমার্টিন হতে পাযে হেটে দ্বীপটিতে যাোয়া যায়। এটি বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান।
৩। কুতুবদিয়া (Kutubdia)- কক্সবাজারে অস্থিত রাত্রে নৌ চলাচলের সবিধার জন্য ব্রিটিশ আমরে নির্মিত বতিঘর আছে।
৪। মহেশখালী ( Maheshkhali)- কক্সবাজারে অস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ। দ্বীপটির আয়তন ২৬৮ বর্গকিমি। আদিনাথ মন্দির এই দ্বীপে অবস্থিত।
৫। সোনাদিয়া দ্বীপ (Sonadia Isaland)- কক্সবাজারে অস্থিত দ্বীপটি আয়তন ৯ বর্গকি : মি। মাছ আহরনের এবং পাখির জন্য বিখ্যাত । এই দ্বীপে গভরি সমুদ্রবন্দর নির্মাণ করা হয়।
৬। সন্দ্বীপ (Sandwip)- চট্টগ্রামে অবস্থিত দ্বীপটির আয়তন ৭৬২ বর্গ কি. মি। প্রাচীনকালে এই দ্বীপে সামুদ্রিক জাহাজ তৈরি করা হত।
৭। নিঝুম দ্বীপ (Nijhum Dwip)- ঘেনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের হাতিয়া নামক স্থানে অবস্থিত । দ্বীপটির আয়তন ৯১ বর্গকিমি )৩৫.১৩৫ বর্গমাইল)। ১৯৭০ সালে ঘূর্ণিঝেড়ে এ দ্বীপের অধিকাংশ বাসিন্দা নিহত হয় । এ কারণে দ্বীপটির নামকরণ করা হয় নিঝুম দ্বীপ । দ্বীপটির পূর্ব নাম বাউলার চর বা বালুয়ার চর। মাছ আহরন, উপকূলীয় সবুজ বেষ্টন অঞ্চল এবং অতিথি পাখি আগমনের জন্য বিখ্যাত ।
৮। হাতিয়া (Hatiya)- নোয়াখালীতে অবস্থিত।
৯। ভোলা দ্বীপ (B)hola Island)- মেঘনা নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। এটি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ। আয়তন ১৪৪১ বর্গ কি. মি.। দ্বীপটির পূর্বনাম দক্ষিণ শাহবাজপুর।
১০। মনপুরা দ্বীপ (Manpura Island)- ভোলায় অবস্থিত ্ দ্বীপটির আয়তন ৩৭৩ বর্গকিলোমিটার । এই দ্বীপে পর্তুগিজরা বাস করত।
১১। দক্ষিন তালপট্টি দ্বীপ (South Talpatti Island)- সাতক্ষীরায় অবস্থিত । বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ এই দ্বীপটি হড়িয়াভাঙ্গা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত। দ্বীপটির আয়তন ৮ বর্গ কি. মি .। দ্বীপটির অন্য নাম পূর্বাশা । ভারত দ্বীপটির নামকরন করেছিল নিউমুর। ২০১০ সালের মার্চ মাসে দ্বীপটি তরিয়ে যায়।
১। সেন্ট মার্টিনস দ্বীপ (ST.Martin'islands)- কক্সবাজার নাফ নদরি মোহনায অবস্থিত অংরাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ। টেকনাফ সমুদ্র উপকুল হতে ৯কি:মি:। দক্ষিনে বঙ্গোপসাগরে অবস্থিত । দ্বীপটির আয়তন মাত্র ৮ বর্গকি: মি। দ্বীপটির অন্য নাম নারিকেল জিজিরা। সেন্টমার্টিন দঈপ পর্যটন কেন্দ্র, মাছ আহরণ , চুনাপাথর, খনিজ পদার্থ(কালো সোনা) প্রভৃতির জন্য বিখ্যাত।
২। ছেড়া দ্বীপ (Chhera island)- কক্সবাজারে অস্থিত সেন্টমর্টিন দ্বীপের দক্ষিণাংশ ছেড়া দ্বীপ নামে পরিচিত। জোয়ারের সময় দ্বীপটি সেস্টমার্টিন হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে । ভাটার সময় সেন্টমার্টিন হতে পাযে হেটে দ্বীপটিতে যাোয়া যায়। এটি বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান।
৩। কুতুবদিয়া (Kutubdia)- কক্সবাজারে অস্থিত রাত্রে নৌ চলাচলের সবিধার জন্য ব্রিটিশ আমরে নির্মিত বতিঘর আছে।
৪। মহেশখালী ( Maheshkhali)- কক্সবাজারে অস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ। দ্বীপটির আয়তন ২৬৮ বর্গকিমি। আদিনাথ মন্দির এই দ্বীপে অবস্থিত।
৫। সোনাদিয়া দ্বীপ (Sonadia Isaland)- কক্সবাজারে অস্থিত দ্বীপটি আয়তন ৯ বর্গকি : মি। মাছ আহরনের এবং পাখির জন্য বিখ্যাত । এই দ্বীপে গভরি সমুদ্রবন্দর নির্মাণ করা হয়।
৬। সন্দ্বীপ (Sandwip)- চট্টগ্রামে অবস্থিত দ্বীপটির আয়তন ৭৬২ বর্গ কি. মি। প্রাচীনকালে এই দ্বীপে সামুদ্রিক জাহাজ তৈরি করা হত।
৭। নিঝুম দ্বীপ (Nijhum Dwip)- ঘেনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের হাতিয়া নামক স্থানে অবস্থিত । দ্বীপটির আয়তন ৯১ বর্গকিমি )৩৫.১৩৫ বর্গমাইল)। ১৯৭০ সালে ঘূর্ণিঝেড়ে এ দ্বীপের অধিকাংশ বাসিন্দা নিহত হয় । এ কারণে দ্বীপটির নামকরণ করা হয় নিঝুম দ্বীপ । দ্বীপটির পূর্ব নাম বাউলার চর বা বালুয়ার চর। মাছ আহরন, উপকূলীয় সবুজ বেষ্টন অঞ্চল এবং অতিথি পাখি আগমনের জন্য বিখ্যাত ।
৮। হাতিয়া (Hatiya)- নোয়াখালীতে অবস্থিত।
৯। ভোলা দ্বীপ (B)hola Island)- মেঘনা নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। এটি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ। আয়তন ১৪৪১ বর্গ কি. মি.। দ্বীপটির পূর্বনাম দক্ষিণ শাহবাজপুর।
১০। মনপুরা দ্বীপ (Manpura Island)- ভোলায় অবস্থিত ্ দ্বীপটির আয়তন ৩৭৩ বর্গকিলোমিটার । এই দ্বীপে পর্তুগিজরা বাস করত।
১১। দক্ষিন তালপট্টি দ্বীপ (South Talpatti Island)- সাতক্ষীরায় অবস্থিত । বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ এই দ্বীপটি হড়িয়াভাঙ্গা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত। দ্বীপটির আয়তন ৮ বর্গ কি. মি .। দ্বীপটির অন্য নাম পূর্বাশা । ভারত দ্বীপটির নামকরন করেছিল নিউমুর। ২০১০ সালের মার্চ মাসে দ্বীপটি তরিয়ে যায়।
No comments:
Post a Comment