Wednesday, December 3, 2014

এক নজরে বিভিন্ন পরিব্রজকের বাংলায় আগমন



এক নজরে বিভিন্ন পরিব্রজকের বাংলায় আগমন

১. মেগাস্থিনিস গ্রীক পরিব্রাজক বাংলায় আগমন করেন ৩০২ খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্তের শাসন আমলে।

২. ফা-হিয়েন চীনা পরিব্রাজক বাংলায় আগমন করেন  ৪০১-৪১০ খ্রিস্টাব্দে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন আমলে।

৩. হিউয়েন সাং চীনা পরিব্রাজক বাংলায় আগমন করেন  ৬৩০ খ্রিস্টাব্দে দ্বিতীয় হর্ষবর্ধনের শাসন আমলে।

৪. ইবনে বতুতা মরক্কীয় পরিব্রাজক বাংলায় আগমন করেন  ১৩৩৩ খ্রিস্টাব্দে দিল্লীর সুলতানঃ মোহাম্মদ বিন তুঘলক এবং বাংলার সুলতানঃ ফকরুদ্দিন মুবারক শাহের শাসন আমলে।

৫. মা-হুয়ান চীনা পরিব্রাজক বাংলায় আগমন করেন  ১৪০৬ খ্রিস্টাব্দে  গিয়াস উদ্দিন আজম শাহের শাসন আমলে।

No comments:

Post a Comment

Translate