Sunday, December 21, 2014

সর্বদলীয় উপদেষ্টা কমিটি-All Party Advisory Committee




সর্বদলীয় উপদেষ্টা কমিটি

All Party Advisory Committee

বাংলাদেশে কমিউনিস্ট পাটি, ন্যাশনাল আওয়ামী পার্টি ( মোজাফ্ফর), ন্যাশনাল আওয়ামী পার্টি ( ভাসানী ) ও কংগ্রেস বিপ্লবী সরকারের প্রতি  তাদের পূর্ণ সামর্থন জানায়। এ চারটি দলের প্রধান  যথাক্রমে  কমরেড মনি সিং, অধ্যাপক মোজাফফর আহমদ, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও শ্রী মনোরঞ্জন ধর এবং ৫ জন  আওয়ামী লীগ  সদস্য নিয়ে ৯ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এ উপদেষ্টা কমিটির প্রধান ছিলেন মাওলানা  আবদুল হামিদ খান ভাসানী।

Read more

 

স্বাধীন বাংলা বেতারকেন্দ্র

১৯৭১ সালের ২৫ মার্চ  মধ্যরাতে দেশের সকর রেডিও স্টেশন পাকিস্তানি সৈন্যদের নিয়ন্ত্রণে চলে যায়। চট্টগ্রামের কতিপয় আওয়ামী লগি নেতার উদ্যোগে  চট্টগ্রাম বেতার কেন্দ্র হতে যন্ত্রপাতি স্থানান্তরিত করে চট্টগ্রামে কালুরঘাট প্রেলণকেন্দ্রটিকে বেতার কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয় এবং  নাম দেওয়া  হয় স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র হতে বিপ্লবী অংশটি বাদ দিয়ে নামকরণ  করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। ১৯৭১ সালের ৩০ মার্চ হানাদর বিমান বাহিনীর বোমা বর্ষণের ফলে বেতার  কেন্দ্রটি  নীরব হয়ে যায়। একই বছর ২৫ মে কলকাতার বালিগঞ্জে বেতারকেন্দ্রটি দ্বিতীয়  পর্যায়ের  সম্প্রচার  শুরু করে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচারিত অনুষ্ঠান ও নৈপথ্যের কুশীলববৃন্দঃ স্বাধীন বাংলা বেতারের  অত্যন্ত জনপ্রিয় দুটি অনুষ্ঠান ছিল “চরমপত্র” ও “জল্লাদের দরবার”। জল্লাদের দরবার- এ জেনারেল ইয়াহিয়া খানের অমানবিক চরিত্র ও পাশবিক আচরণ “কেল্লা ফতেহ খান” চরিত্রের মাধ্যমে চিত্রিত করা হয়েছে। চরমপত্র সিরিজটির পরিকল্পনা করেন জাতীয় পরিষদ সদস্য আবদুল মান্নান এবং স্থানীয় ঢাকাইয়া ভাষায় এর স্ক্রিপ্ট লেখা ও তার উপস্থাপক ছিলেন এম আর আকতার মুকুল।

No comments:

Post a Comment

Translate