ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে উপহাদেশ
এরাহাবাদ
চুক্তি – Allahabad Treaty
বক্সারের
যুদ্ধ জয়লাভের পর ক্লাইভ হচ্ছে করলে দিল্লী অধিকার করত পারতেন। কিন্তু তিনি তা না করে
দিল্লীর সম্রাট শাহ আলমের সাথে ১৭৫৬ খ্রিস্টাব্দ এলাহাবাদে একটি চক্তি স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আরমের নিকট হতে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে।
Read more
দ্বৈত শাসন – Dual Administration
দ্বৈত
শাসন ব্যবস্থার প্রবর্তক লর্ড ক্লাইভ । এই শাসন ব্যবস্থায় তিনি নবাবের হতে নেজামত ক্ষমতা
অর্থাৎ বিচার ও শাসনের দায়িত্ব অর্পণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর রাজস্ব ও দেশরক্ষার
দায়িত্ব ন্যস্ত করেন। ফলে প্রশাসনিক ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হয় এবং জনগণের দুর্দশা চরমে পৌছে।
ছিয়াত্তরের মম্বন্তর –Famine of 76.
রবার্ট
ক্লাইভের দ্বৈতশাসন নীতি এবং ইংরেজ কর্মচারীদের অত্যাচার, উৎপীড়ন ও শোষণের ফলে বাংলার
জনসাধারণের অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে পড়ে এছাড়া ১৭৭০ খ্রিস্টাব্দে অনাবৃষ্টি ও খারার
কারণে ফসল নষ্ট হয়ে গেলে বাংলায় দারুন খাদ্যভাব দেখা দেয়। সমগ্র দেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ
নেমে আসে। এ দুর্ভিক্ষে প্রায় ১ কোটি লোক মৃত্যুবরণ করে। বাংলা ১১৭৬ সালের (ইংরেজি
১৭৭০সালে) এ দুর্ভিক্ষ ইতিহাসে য়িাত্তরের মম্বন্তর বা মহাদুর্ভিক্ষ নামে পরিচিত। ছিয়াত্তরের
মম্বন্তর এর সময় বাংলর গভর্নর ছিলেন কার্টিয়ার।
নিয়ামক আইন –Regulating
Act- ১৭৭৩ খ্রিস্টাব্দ
দ্বৈতশাসন
ব্যবস্থায় ইংরেজ কোম্পানির অবহেলা, নির্যাতন ও নিপীড়নের কাহিনী বৃটিশ পত্রপত্রিকায়
প্রকাশিত হলে সুদূর ইংল্যান্ডে দ্বৈত শাসনের বিরুদ্ধে তুমুল তর্ক বিতর্ক শুরু হয়। এজন্য
ব্রিটিশ পার্লামেন্টের সুপারিশক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে নিয়ন্ত্রণের জন্য
১৭৭৩ খ্রিস্টাব্দে নিয়ামক আইন পাস হয়। এই আইননের ফলে কোম্পানির গভর্নর এর পদ গভর্নর
জেনারেল পদে উন্নীত করা হয় ।
ভারত শাসন আইন –Government of India Act (১৭৮৪ খ্রিস্টাব্দে)
রেগুরেটিং
আইনের দোষ ত্রুটি সংশোধন করে কোম্পানির উপর
বৃটিশ সরকারের কতৃত্ব সুদৃঢ় ও সুস্পষ্ট করার জন্য ১৭৮৪ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী
উইলিয়াম পিট ভারত শাসনের জন্য একটি আইন প্রণয়ন করেন। ১৮৮৫ সাল পর্যন্ত পিটের ভারত শসন আইন কার্যকর ছিল।
প্রশ্নঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্রার
দেওয়ানী লাভ করেন?
উত্তরঃ ১৭৬৫ সালে।
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংল, বিহার এ উড়িষ্যার দেওয়ানি প্রদান
করেন কে?
উত্তরঃ দ্বিতীয় শাহ আলম।
প্রশ্নঃ বাংলাদেশে দ্বৈত শাসন কে
প্রবর্তন করেন?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস।
প্রশ্নঃ ছিযাত্তরের মম্বন্তর বাংলা কোন সনে হয়েছিল?
উত্তরঃ ১৭৭৬ সালে।
প্রশ্নঃ ছিয়াত্তরের মম্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
উত্তরঃ ১৭৭০ সালে।
No comments:
Post a Comment