Friday, December 12, 2014

বাংলাদেশের স্বাধীনতা ও ছয় দফা এবং লাহোর প্রস্তাব প্রশ্ন পর্ব - ০৪


প্রশ্নঃ তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবঙ্গ শেখ মুজিবর রহমান ছয়-দফা দাবি পেশ করেন। ঐ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তরঃ লাহোরে।

প্রশ্নঃ ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?

উত্তরঃ লাহোরে।

Read more

প্রশ্নঃ ঐতিহাসিক ছয় দফা কবে ঘোষণা করা হয়?

উত্তরঃ ৫ ফেব্রুয়ারি।

প্রশ্নঃ ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?

উত্তরঃ ২৩ মার্চ ১৯৬৬ সাল।

প্রশ্নঃ আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল?

উত্তরঃ ১৯৬৬ সাল।

প্রশ্নঃ ছয়-দফা কর্মসূচি ঘোষণা করেন কে?

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

প্রশ্নঃ Main object of 6 points programme declared in 1966 was:/১৯৬৬ সালে ঘোষিত ছয়দফা কর্মসূচীর মূল বক্তব্য কি ছিল?

উত্তরঃ Declaration of Independent Bangladesh.(বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা)

প্রশ্নঃ ছয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো কোন টি?

উত্তরঃ বাঙ্গালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ।

প্রশ্নঃ আওয়ামী গীগের ঐতিহাসিক ছয় দফার প্রথম দাফ?

উত্তরঃ প্রাদেশিক স্বায়ত্তশাসন।

প্রশ্নঃ ম্যাগনাকার্টা হিসেবে গণ্য করা হয় কোন কর্মসূচী কে?

উত্তরঃ ৬ দফা কে?

প্রশ্নঃ আগারতলা ষড়যন্ত্র মামলা দায়ের হয়?

উত্তরঃ ঢাকা।

প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন?

উত্তরঃ জানুয়ারি ১৯৬৮।

প্রশ্নঃ আগরতলা ষড়াযন্ত্র মামলায় অভিযুক্তের সংখ্যা কত ছিলো?

উত্তরঃ ৩৫ জন।

প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামীদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়?

উত্তরঃ সার্জেন্ট জহুরুল হক।

প্রশ্নঃ আগরতলা মামলা প্রত্যাহার করা হয়?

উত্তরঃ ২২ ফেব্রুয়ারি ১৯৬৯।

প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা কেন প্রত্যাহার করা হয়েছিল?

উত্তরঃ প্রচণ্ড গণআন্দোলনের জন্য।

প্রশ্নঃ শহীদ আসাদ দিবস পালিত হয় কবে?

উত্তরঃ ২০ জানুয়ারি।

প্রশ্নঃ আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?

উত্তরঃ ১৯৬৯ গণ-অর্ভ্যত্থান।

প্রশ্নঃ রাষ্ট্র বনাম শেখ মুজবুর রহমান ও অন্যান্য এ মামলা থেকে ১৯৬৯ সালে নিচের কোন তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয়?

উত্তরঃ ২২ ফেব্রুয়ারি।

প্রশ্নঃ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গণঅভ্যূত্থানেকত দফা কর্মসূচী ঘোষনা করে?

উত্তরঃ এগার দফা।

প্রশ্নঃ এগার দফা কখন ঘোষণা হয়?

উত্তরঃ ১৯৬৯ সাল।

প্রশ্নঃ ১৯৭০ সালে পাকিস্তানের প্র্র্রথম সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?

উত্তরঃ ন্যাশনাল আওয়ামী পার্টি।

প্রশ্নঃ ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল?

উত্তরঃ ১৬৭ টি আসন।

প্রশ্নঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয়?

উত্তরঃ ৩ মার্চ ১৯৭১।

প্রশ্নঃ ৭ই মার্চ ১৯৭১ বিখ্যাত কেন?

উত্তরঃ বঙ্গবন্ধুর ভাষণ।

প্রশ্নঃ ১৯৭১ সালে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দেন কোথায়?

উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যানে।

প্রশ্নঃ ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষনের মূল বক্তব্য কি?

উত্তরঃ স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি স্রগ্রামের ঘোষণা।

প্রশ্নঃ বঙ্গবন্ধু ১৯৭১ সালের কত তারিখে ঘোষনা করেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।

উত্তরঃ ৭ মার্চ।

প্রশ্নঃ ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কয় দফা দাবি পেশ করেন?

উত্তরঃ ৪ দফা।

প্রশ্নঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এ দম্ভোক্তি করে, যা ছিল নিন্মরুপঃ লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শান্তি এড়াতে পারবে না, এ দম্ভোক্তিকারী ব্যক্তিটি কে?

উত্তরঃ জেনারেল টিক্কা খান।

 

 

4 comments:

  1. ছয় দফার অপর নাম কি?

    ReplyDelete
    Replies
    1. ম্যগকার্টা বা মুক্তির সনদ

      Delete
    2. মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা

      Delete
  2. Top 10 best casinos to play games on mobile & abroad in 2021 - DrmCad
    The best place to play slots on 군포 출장안마 mobile & abroad in 2021 · Play the most popular 영주 출장안마 games · Enjoy the most 속초 출장마사지 popular slots · 목포 출장안마 Enjoy the most popular slots · Enjoy the most 동두천 출장마사지

    ReplyDelete

Translate