Wednesday, December 24, 2014

ছিটমহল (Enclave)


                              ছিটমহল (Enclave)

 ১।ভারতের কুচবিহারে (রাজ্য-পশ্চিমঙ্গ)বাংলাদেশী ছিটমহল ৫১টি।

 ২।বাংলাদেশের লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি, কুড়িগ্রামে ১২টি, নীলফামারী ৪টি, সর্বমোট ১১১টি ভারতীয় ছিটমহল আছে।


৩।দহগ্রাম-আঙ্গুরপোতা ছিটমহল- দহগ্রাম-আঙ্গুরপোতা লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ছিটমহর । ছিটমহলটির আয়তন ৩৫ বর্গমাইল। এই ছিটমহলের সাথে যোগাযোগের জন্য িতন বিঘা করিডোর ব্যবহৃত হয। ১৯৯২ সালের ২৬ জুন ভাতর বাংলাদেশের জন্য তিনবিঘা করিডোর খুলে দেয়। তিস্তা নদীর তীরে অবস্থিত তিনবিঘা করিডোরের মাপ ১৭৮ মিটার ৮৫ মিটার।

৪।মশালডাঙ্গা ছিটমহল- কুড়িগ্রাম জেলায় অবস্থিত।

No comments:

Post a Comment

Translate