Wednesday, November 26, 2014

বাংলায় মৌর্য যুগ-The Maurya Age of Bengal




বাংলায় মৌর্য যুগ
The Maurya Age of Bengal
চন্দ্রগুপ্ত মৌর্য (খ্রিস্টপূর্ব ৩২৮ – খ্রিস্টপূর্ব ৩০০ অব্দ)

ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব ৩২১ অব্দে মগধের সিংহাসনে আোহনের মাধমে ভারতে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি ভারতের প্রথম সম্রাট। পাটলিপুত্র ছিল তার রাজধানী। চাণক্র ছিরেন তার প্রধানমন্ত্রী । চাণক্যের বিখ্যাত ছদ্মনাম কৌটিল্য, যা তিনি তার বিখ্যাত সংস্কৃত গ্রন্থ অর্থশাস্ত্র এ গ্রহন করেছন।  রাষ্ট্রশাসন কূটনীতিকৌশলের সার সংক্ষেপ এই অর্থশাস্ত্র। তিনি আলেকজান্ডারের সেনাপতি সেরিউকসকে পরাজিত করে উপমহাদেশে হতে গ্রিকদের তাড়িয়ে দেন। গ্রিক সেনাপতি সেলিউকাস খ্রিস্টপূর্ব ৩০২ অব্দে মোগাস্থিনিস নামে একজন গ্রিক দূতকে চন্দ্রগুপ্তের রাজদরবারে প্রেরণ করেছিলেন। তিনি এয়কবছর এদেশে অবস্থান করে মৌর্য শাসন সম্পর্কে তার অভিজ্ঞতা ইন্ডিকা নামক প্রন্থে লিপিবদ্ধ করেন।

No comments:

Post a Comment

Translate