প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী
বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে?
উত্তরঃ ১৭৯৩।
প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী
ভুমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উত্তরঃ লর্ড কর্নত্তয়ালিস।
প্রশ্নঃ চিরস্থায়ী
বন্দোবস্ত প্রবর্তন করা হয়?
উত্তরঃ ২২-৩-১৭৯৩।
প্রশ্নঃ অধীনতামূলক মিএতা নীতির প্রবর্তক কে?
উত্তরঃ লর্ড ত্তয়েলেসলি
Read more
প্রশ্নঃ টিপু সুলতান কে ছিলেন ?
উত্তরঃ মহীশূরের
শাসনকর্তা।
প্রশ্নঃ মহীশূরের টিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজী সেনাপতির সঙ্গে যুদ্ধ করেন ?
উত্তরঃ ত্তয়েলেসলি।
প্রশ্নঃ সতীদাহ প্রথার বিেলাপ সাধন করেন?
অধবা প্রথা রহিতকরণ আইন পাস করেন
কে?
উত্তরঃ লর্ড বেন্টিন্ক।
প্রশ্নঃ সতীদাহ প্রথা কত সালে রহিত হয়?
উত্তরঃ ১৮২৯।
প্রশ্নঃ স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি কোন রাজ্যটি অধিকার করেন?
উত্তরঃ
হায়দ্রাবাদ।
প্রশ্নঃ ভারতে সর্বপ্রথম কার সময রেলপথ ত্ত টেলিপ্রাফ লাইন স্থাপিত হয়?
উত্তরঃ লর্ড ডালহৌসি।
প্রশ্নঃ ইস্ট ইিন্ডয়া কোম্পানির শাসন কাল?
উত্তরঃ
১৭৬৫-১৮৮৫।
প্রশ্নঃ ভরতয়ি উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের
অবসান হয় কোন সালে?
উত্তরঃ ১৮৫৮ সালে।
প্রশ্নঃ ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও
পার্লামেন্টের হাতে অর্পিত হয় কত সালে?
উত্তরঃ ১৮৫৮ সালে।
প্রশ্নঃ ঢাকায় ১৮৮৫ সালের সিপাহি বিদ্রোহের স্মৃতিজড়িত
স্থানটি নাম কি?
উত্তরঃ বাহাদুরশাহ পার্ক।
প্রশ্নঃপ্রশ্নঃ ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কোন সালে?
উত্তরঃ ১৮৭২ সালে।
প্রশ্নঃ লর্ড লিটন কতসালে আর্মস অ্যাক্ট প্রর্তন করেন?
উত্তরঃ ১৮৭৮ সালে।
প্রশ্নঃ ১৯০৫ সাল কোন ঘটনার জন্য বিখ্যাত?/বঙ্গভঙ্গ কত
সালে হয়?
উত্তরঃ ১৯০৫ সালে।
প্রশ্নঃ বঙ্গভঙ্গের কারণে কোন নদুন প্রদেশটির রাজধানী
হয়েছিল , সে প্রদেশটির নাম কি?
উত্তরঃউত্তরঃ পূর্ববঙ্গ ও আসাম।
প্রশ্নঃ ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক
রাজধানী করা হয়?
উত্তরঃ ১৯০৫ সালে।
প্রশ্নঃ কার সময়ে বঙ্গভঙ্গ ঘোষিত হয়?
উত্তরঃ লর্ড কার্জন এর সময়ে।
প্রশ্নঃপ্রশ্নঃ ব্রিটিশ ভারতের কোন ভাইসরয় বাংলা ভাগ
(১৯০৫ খ্রিঃ) করেন?
উত্তরঃ লর্ড কার্জন।
প্রশ্নঃপ্রশ্নঃ ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয়
বা গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ লর্ড কার্জন।
প্রশ্নঃ প্রথম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গর্ভনর কে
ছিলেন?
উত্তরঃ লর্ড কার্জন।
প্রশ্নঃ ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম রেফটেনেন্ট
গভর্নর কে ছিলেন?
উত্তরঃ ব্যামফিল্ড ফুলার।
প্রশ্নঃ পূর্ব বাংলার ও আসামের প্রথম রেফটেন্যান্ট
গভর্নর কে ছিলেন?
উত্তরঃ ফুলার ।
প্রশ্নঃ বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
উত্তরঃ ১৯১১।
প্রশ্নঃ ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লীতে
হস্তান্তর করা হয়?
উত্তরঃ ১৯১২ সাল।
প্রশ্নঃ বৃটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট বা গভর্নর
জেনারেল কে ছিলেন?
উত্তরঃ লর্ড বেন্টিক।
প্রশ্নঃ কোন ব্রিটিশ শাসকের সময়ে ভারত উপমহাদেশ স্বাধীন
হয়?
উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন।
প্রশ্নঃ ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী
কে ছিলেন?
উত্তরঃ এটলি।
প্রশ্নঃ ১৯৪৭ সালের সীমানা কমিশন যে নামে পরিচিত
কমিশনটির নাম কি?
উত্তরঃ র্যাডক্লিফ কমিশন।
প্রশ্নঃ অবিভক্ত বাংলার সর্বশেষ গর্ভনর কে ছিলেন?
উত্তরঃ স্যার এফ বারোজ।
Valo.....
ReplyDelete