বাংলায় গুপ্ত যুগ
The Gupta Age of
Bengal
গুপ্ত যুগকে প্রাচীন ভারতীয় উপমহাদেশের
স্বর্নযুগ বরাহয়। এ যুগে সাহত্য , বিজ্ঞান ও শিল্পের খুবই উন্নতি
হয়।
প্রথম চন্দ্রগুপ্ত (৩২০-৩৪০ সাল)
ভারতে গুপ্তবংশের প্রকৃত প্রতিষ্টাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত । তিনি ৩২০
সালে পাটলিপুত্রের সিংহাসনে আরোহন করেন।
সমুদ্রগুপ্ত (৩৪০-৩৮০ সাল)
চন্দ্রগুপ্তের মৃত্যুর পর সমুদ্রগুপ্ত পাটলিপুত্রের সিহাসনে বসেন। তিনি
ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা তাকে প্রচীন ভারতের নেপোলিয়ন বলা হয় । তার আমলে সমতট ছাড়া বাংলার অন্যান্য
জনপদ গুপ্ত সম্রাজ্যের অধীনে ছিল। গুপ্ত অধিকৃত বাংরার রাজধানীও ছিল পুণ্ড্রনর।
দ্বিতীয় চন্দ্রগুপ্ত (৩৮০-৪১৫ সাল)
মুদ্রগুপ্তের মৃত্যুর পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত পাটলিপুত্রের সিহাসনে বসেন্
তিনি মালবের উজ্জযিনীতে সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। বিক্রমাদিতো ছির
আতা উপাধি । অনেক প্রতিভাবান ও গুন ব্যক্তি তার দরবারে সমবেত হয়েছিলেন।
এদের মধে প্রধান নয়জনকে নবরন্ত। আর্যব্ট অন্য সবার আগে পৃথিবীর আহ্ণিক ও বার্ষিক গতি নির্ণয় করেন। আর্যভট্টের গ্রন্থের নাম আর্য সিদ্ধান্ত । বরাহ
মিহির ছিলেন একজন জ্যোতির্বিদ । তার বিখ্যাত গ্রন্তের নাম বৃহৎ সংহিতা। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালের ফা-হিয়েন নামক একজন চীনা
পর্যটক ভারতে আসেন। তিনি ১০বছর ভারতবর্ষে অবস্থান করেছিলেন। ফা-হিয়েন তার ভারতে
অবস্থানকারে তা অভিজ্ঞতা সম্পর্কে ৭ টি গ্রন্থ রচনা করেন। এর মধ্য ফো-কুয়ো-কিং,
বিশে উল্লেখযোগ্য।
৬ষ্ঠ শতকে র প্রথমার্ধে ভারতে বিশাল গুপ্ত
সম্রাজ্যের পতন ঘটে। মধ্য এশিয়ার দুর্ধর্ষ যাযাবর জাতি হুনদের আক্রমনে টুকরো টুকো
হয়ে যায় গুপ্ত সম্রাজ্য।
No comments:
Post a Comment