Monday, November 24, 2014

Present in different places and the old name


বাংলাদেশের বিভিন্ন স্থানের বর্তমান পুরাতন নাম
Present in different places and the old name

বর্তমান নাম- পুরাতন নাম

বাংলাদেশ –পূর্ব পাকিস্তান

ঢাকা- জাহাঙ্গীরনগর

বরিশাল- চন্দ্রদ্বীপ/ইসমাইপর।

চট্টগ্রাম-ইসলামাবাদ

খুলনা- জাহানাবদ।

সিলেট- জালালাবাদ।

বাগেরহাট- খলিফাতাবাদ।

ময়মনসিংহ- নাসিরাবাদ।

ফরিদপুর-ফতেহাবাদ

নোয়াখালী-সুধারাম/ভুলুয়া।

কুমিল্লা-ত্রিপুরা।

কুষ্টিয়া-নদীয়া।

ফেনী-শমসের নগর।

কক্সবাজার – পালংকি।

জামালপুর-সিংহজানী।

গাইবান্ধা-ভবানীগঞ্জ।

সুন্সিগঞ্জ-বিক্রমপুর।

ভোলা-শাহাবাজপুর।

গাজীপুর-জয়দেবপুর।

রাষ্ট্রীয় অতিথি ভবন-মেঘনা-হানিফ আদমজীর বাসভবন।

জিরো পয়েন্ট- নূর হোসেন স্কোয়ার।

সাতক্ষীরা-সাতঘরিয়া।
 
রাজবাড়ী- গোয়ালন্দ।

দিনাজপুর-গন্ডোয়ানাল্যান্ড।

মহাস্থানগড়-পুন্ড্রনগর।

ময়নামতি- রোহিতগিরি।

সোনারগাও-সুবর্ণ গ্রাম।

মুজিবনগর-বৈদ্যনাথ তালা।

প্রধানমন্ত্রী ভবন- গণভবন (করতোয়া)

সুপ্রীম কোর্ট ভবন-গভর্নরের বাসভবন।

বঙ্গভবন-গভর্নর হাউজ।

পররাষ্ট্র মন্ত্রণালয়-রমানা হাউস।

সিরডাপ কার্যালয়-চামেলি হাউজ।

রাজউক – ডি. আই.টি।

শেরে বাংলা নগর-আইয়ুব নগর।

আসাদ গেইট- আইয়ুব গেইট।

লালবাগ দূর্গ- আওরঙ্গবাদ কেল্লা।

বাহাদুর শাহ পার্ক- ভিক্টোরিয়া পার্ক।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

নাটক সরিণি-বেইলি বোড।

রাষ্ট্রীয় অতিথি ভবন-পদ্মা- গুল মোহাম্মাদ আদমজীর বাসভবন।


No comments:

Post a Comment

Translate