বারভূইয়াদের ইতিহাস
The History of the Barabhuyians
সম্রাট
আকবর পুরো বাংলার উপর অধিকার প্রতিষ্ঠিত করতে পারেননি। বাংলার বড় বড় জমিদাররা মুঘরদের
অধীনতা মেনে নেয়নি। জমিদারগণ তাদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। স্বধীনতা রক্ষার
জন্য এরা একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাপিযে পড়তেন্ বাংলার ইতিহাসে এ জমিদারগণ
বারভূইয়া নামে পরিচিত। এ বার বলতে বার জনের সংখ্যা বুঝায়না। ধারণা করা হয়, অনিদিষ্ট
সংখ্যক জমিদার বোঝাতেই বার শব্দটি ব্যবহার করা হয়েছ্ প্রথমদিকে বারভূইয়াদের নেতা ছিরেন
ঈসা খান।তিনি বাংলার রাজধানী হিসেবে সোনারগাও এর পত্তন করেছিলেন।
সম্রাট আকবরের সেনাপতিরা ঈসা খান ও
অন্যান্য জমিদারের বহুবার যুদ্ধ করেছেন কিন্তু বারভূইয়াদের
নেতা ঈসা খাকে পরাজিত করা সম্ভব হয়নি।ঈসা খার মৃত্যুর পর বার ভূইঢাদের নেতা হন ঈসা
খার পুত্র মুসাখান । এদিকে আকবরের মৃত্যু হলে মুঘল সম্রাট হন জাহাঙ্গীর। তার আমলেই
বাংলার বারভূইয়াদের চুড়ান্তভাবে দমন করা সম্ভব হয। এ সাফল্যের দাবিদার সুবেদার ইসরাম
কখান তিনি বারভূইয়াদের নেতা মসা খানদের পরাস্ত করেন। ফলে অন্যান্য জমিদারগণ আত্মসমর্পণ
কর্ এভাবে বাংলায় বারভূইঢাদের শাসনের অবসান ঘটে।
No comments:
Post a Comment