শূর শাসন (১৫৪০-১৫৫৫)
১৫৩৯
সালে চৌসারের যুদ্ধে হুমায়ূনকে পরাজিত করে শেরখান শেরশাহ উপাধি নেন। তিনি নিজেকে বিহারের
স্বাধীন সুলতান হিসাবে ঘোষণা করেন। ১৫৪০ সারে তিনি বাংলা দখল করেন। একই বছর তিনি হুমায়ূনকে
পরাজিত করে দিল্লী অধিকার করে উপমহাদেশে আফগান সম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
গ্রান্ড ট্রাঙ্ক
রোড: তিনি সড়ক ই আজম বাংলাদেশের সোনারগা থেকে লাহোর পর্যন্ত ৪৮৩০
কি.মি দীর্ঘ একটি মহাসড়ক নির্মাণ করেন। পরবর্তীতে ইংরেজগণ এ রাস্তা সংস্কার করে নাম
দেয় গ্রান্ড ট্রাঙ্ক রোড।
ডাক ব্যবস্থার উন্নয়ন: তিনি
ডাক ব্যবস্থার উন্নতির জন্য ঘোড়ার মাধ্যমে ডাক আনা নেওয়ার ব্যবস্থা করেন।
কবুলিয়ত ও পাট্টা: শেরশাহ
কবুলিয়াত ও পাট্টার
প্রচলন করেন। কৃষকগণ তাদের অধিকার ও
দায়িত্ব
বর্ণনা করে সরকারকে কবুলিয়াত নামে দলিল সম্পাদন করে দিত আর সরকার পক্ষ থেকে জমির উপর জনগণের স্বত্ব স্বীকার
করে নিয়ে পাট্টা দেওয়া হত।
দাম মুদ্রা: শেরশাহ
মুদ্রাব্যবস্থার সংস্কার করেন। তিনি দাম নামক রুপার মুদ্রার প্রচলন করেন।
No comments:
Post a Comment