দিল্লী সালতানাত ( Delhi Sultanate)
সুলতান কুতুবুদ্দিন আইবেক ( ১২০৬ – ১২১০ সাল)
কুতুবুদ্দিন আইবেক মুহম্মদ ঘুরীর একজন ক্রীতদাস হিসাবে জীবন শুরু করেন্ তিনি মুহম্মদ ঘরির অনুমতিক্রমে ভারত বিজয়ের পর দিল্লীতে
মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্টাতা কুতুবউদ্দিন
আইবক্ কুতুবউদ্দিন আইবক ছিলেন তুর্কিস্তানের অধিবাসী। এজন্য কুতুবউদ্দিন আইবক ও তার উত্তরাধিকারদের
শাসনামলকে প্রাথমিক যুগের তুর্কী শাসন বলে ও চিহ্নত করা হয়। দানশীলতার জন্য তাকে লাখবক্স
বলা হত দিল্লীর কুতুবমিনার নামক সুউচ্চ মিনারটির নির্মাণকাজ শুরু হয় তার শাসনামলে।
তিনি মিনারটির নির্মাণকাজ শেষ করতে পারেননি। দিল্লীর বিখ্যাত সাধক কুতুবউদ্দিন বখতিয়ার
কাকীর নামানুসারে এক নাম রাখা হয় কুতুবমিনার।
সুলতান শামসউদদ্দিন ইলতুতমিশ (১২১১ –
১২৩৬ সাল)
কুতুবউদ্দিন
আইবকের জামাতা ছিরেন ইলতুতমিশ। তিনি ছিলেন
প্রাথমিক যুগে তুর্কী সুরতানদের মধ্যে শ্রেষ্ঠ। তাকে দিল্লীর সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। ভারতে মুসলমান শাসকদের মধ্যে শ্রেষ্ঠ তিনি প্রথম
মুদ্রা প্রচলন করেন। তিনি কুতুবমিনারের নির্মাণকাজ সমাপ্ত করেন।
সুলতানা
রাজিয়া
ইলতুতমিশের
কন্যা সুলতানা রাজিয়া ১২৩৬ খ্রিস্টাব্দে দিল্লীর সিংহাসরে আরোহন করেন। তিনি ছিলেন দিল্লীর
সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী।
সুলতান
নাসিরউদ্দিন মাহমুদ ( ১২৪৬-১২৬৬ সাল)
সুলতান
নাসিরউদ্দিন অত্যন্ত ধর্মভীরু লোক ছিলেন। সরল এবং অনাড়ম্বর জীবনযাপনের জন্য তিনি ফকির
বাদশাহ নামে পরিচিত ইতনি কুরআন নকল ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন
।
সুলতান গিয়াসউদ্দিন বলবন(১২৬৬-১২৮৭ সাল)
No comments:
Post a Comment