খলজী বংশ (১২৯০-১৩২০ খ্রিস্টাব্দে)
আলাউদ্দিন খলজী (১২৯৬-১৩১৬)
পর্যটক ইবনে বতুতা আরাউদ্দিন খলজীকে দিল্লীর
শ্রেষ্ঠ সুলতান বরে অভিহিত করেছেন্ আরাউদ্দিন খলজী জনগনের সার্বিক কল্যাণের জন্য দ্রব্যের
মূল্য নিয়ন্ত্রণের উপর হস্তক্ষেপ করেন এবং প্রতিটি দ্রব্যের মূল্য নির্তিষ্ট হারে বেধে
দেন। তিনি শিল্পানুরাগী ছিলেন্ বিখ্যাত আরাই দরওয়াজা তারই কীর্তি
ঐতিহাসিক জিযাউদ্দিন বারনী, কবি হোসেন দেহলবী, কবি আমির কসরু প্রমুখ গুণীজন তার পৃষ্ঠপোষকতা
লাভ করেন। তিনি প্রথম মুসলমান শাসক হিসাবে দক্ষিণ ভারত জয করেন। তিনি ১৩০৬ খ্যিস্টাব্দ
মালিক কাফুর নেতৃত্বে দক্ষিণাত্বের দেবগিরির রাজা রামচন্দ্রের বিরুদ্ধে সামরিক অভিযান
প্রেরণ করেন। যুদ্ধে পরাজিত হয়ে দেবগিরির রাজা দিল্লীর আনুগত্য স্বীকার করে।
No comments:
Post a Comment