গুপ্ত পরবর্তী বাংলা
Bengal in Post Gupta Period
গু্ডতবংশের পতনের পর বাংলায় দুটি স্বাধীন রাজ্যের উদ্ভব হয়। এর একটি প্রচীন
বঙ্গ রাজ্য, রাজ্যটির অবস্থান ছিল দক্ষিণপূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার
দক্ষিণাঞ্চল। দ্বিতীয় স্বাধীন রাজ্যের নাম গৌড়। এর অবস্থান ছিল বাংলার পশ্চিম এবং
উত্তরাঞ্চল জুড়ে।
Read more
Read more
স্বাধীন বঙ্গ
রাজ্য (Independent Kingdom of Banga)
প্রচীনকালে রাজারা তামা রপাতে খোদাইকরে বিভিন্ন ঘোষণা বা
নির্দেশ দিতেন। এগুরোকে তাম্রশাসন বলা হত। স্বাধীন বঙ্গ রাজ্য আমলের এ রকম ৭ টি
তাম্র লিপি পাওয়া গেছে।
স্বাধীন গৌড় রাজ্য (Independent
Kingdom of Gaur)
গুপ্ত রাজাদের অধনে বড় কোন অঞ্চলের শাসনকর্তাকে বলা
হত মহাসামন্ত। শশাঙ্ক ছিলেন গুপ্ত রাজা
মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত্ শশাঙ্ক গৌড়ের রাজা হয়েছিলেন ৬০৬ সালের কিছু আগে ।
তিনি প্রাচীন বাংলার জনপদগুলোকে গোড় নামে একত্রিত করেন। শশাঙ্কের উপধি ছিল
রাজাধিরাজ্ তিনি ছিরেন বাংলার প্রথম স্বাধীন ওসার্বভৌম রাজা।
শশাঙ্ক রাজধানী স্থাপন করেন কর্নসুবর্ণে । এটি ছির বর্তমান মুর্শিদাবাদ জেলায়।
No comments:
Post a Comment