Wednesday, November 26, 2014

গুপ্ত পরবর্তী যুগ-The Gupta Period


গুপ্ত পরবর্তী যুগ
The Gupta Period
হর্ষবর্ধন (৬০৬ – ৬৪৭ )
হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ রাজা। তার সমযের বিখ্রাত সাহিত্যিক ছিলেন বানভট্ট। বানভট্টের বিখ্যাত গ্রন্থ হষচরিত।
হিউয়েন সাঙ এর বিবরণ: হিউয়েন সাঙছিলেন চীন দেশীয় বৌদ্ধ পণ্ডিত। হর্ষবর্ধনের দরবারে তিনি আচবছর কাটান। তিনিতার ভ্রমণ সম্পর্কে লিখেন । কনৌজ ছিল এদেশের রাজধানী। এটি ছিল অত্যন্ত সুন্দর। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়কে ভারতের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বলে উল্লেখ করেন। নালন্দা বিশ্ববিদ্যালয় কে বিশ্বের প্রচীনতম বিশ্ববিদ্রালয় মনে করা হয়।

No comments:

Post a Comment

Translate