Monday, January 25, 2016

ব্রুনো বার্বেইর তোলা মুক্তিযুদ্ধের ১০ রঙিন ছবি

Sagreheto Banglanews24.com hota. ব্রুনো বার্বেই। মরক্কো বংশোদ্ভূত ফরাসি এ আলোকচিত্রীর জন্ম ১৯৪১ সালে। চার দশকের পেশাগত জীবনে তিনি ভ্রমণ করেছেন পাঁচটি মহাদেশ। ছবি তুলেছেন বহু যুদ্ধের—যারমধ্যে আমাদের মুক্তিযুদ্ধও অন্তর্ভুক্ত। বার্বেইর জন্ম মরক্কোতে। ১৯৫৯-১৯৬০ সালে সুইজারল্যান্ডের ভিভেইতে ইকোল ডেস আর্টস এট মেতিরস্ গ্রাজুয়েট স্কুলে ফটোগ্রাফি ও গ্রাফিক আর্টে পড়াশোনা করেন। ১৯৬০ সালে লোজান সিটির এডিশন রেনকন্ট্রা থেকে তাকে ইউরোপ ও আফ্রিকার দেশগুলোর ছবি তোলার জন্য নিয়োগ দেওয়া হয়। ১৯৬৪ সালে আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিষ্ঠান ম্যাগনাম ফটোজের সঙ্গে তার একটি সম্পর্ক তৈরি হয়। ১৯৬৬ সালে ম্যাগনামের সহযোগী সদস্য হিসেবে যোগ দেন। আর, ১৯৬৮ সালের মধ্যেই পূর্ণাঙ্গ সদস্যে পরিণত হন। এ সময় তিনি প্যারিসের ছাত্রদাঙ্গার ছবি তোলেন। পরবর্তীকালে ১৯৭৮ ও ১৯৭৯ সালে ইউরোপের ম্যাগনাম ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বার্বেই ম্যাগনাম ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি পোল্যান্ডের ছবি তোলেন। প্রকাশ করেন পোল্যান্ড নামের একটি বই। যদিও নাইজেরিয়া, ভিয়েতনাম, মধ্যপ্রাচ্য, বাংলাদেশ, কলোম্বিয়া, উত্তর আয়ারল্যান্ড, ইরাক ও কুয়েতের যুদ্ধের বহু ছবি তুলেছেন তিনি, কিন্তু যুদ্ধভিত্তিক আলোকচিত্রী হিসেবে পরিচিত হতে চান নি। বরং ২০০৫ সাল নাগাদ তিনি ইস্তাম্বুলের একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। বার্বেইয়ের উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে ফ্রেঞ্চ ন্যাশনাল অর্ডার অব মেরিট, ওভারসিজ প্রেস ক্লাব অ্যাওয়ার্ড ও মিসৌরি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ফটোজার্নালিজম অ্যাওয়ার্ড। ঐতিহাসিক গুরুত্বের কারণে বার্বেইর তোলা বহু ছবি বিভিন্ন জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাসের হ্যারি রেনজম সেন্টারে রয়েছে তার ম্যাগনাম ফটোজ: ফটোগ্রাফিক কালেকশন। ১৯৭১ সালে যুদ্ধচলাকালীন ভারতের একটি শরণার্থী শিবিরের রঙিন ছবি তোলেন ব্রুনো বার্বেই। দেখে নেব ছবিগুলো।

Tuesday, December 8, 2015

Wednesday, October 7, 2015

জাপানী বিজ্ঞানী তাক্কাকি কাজিতা এবং কানাডিয়ান বিজ্ঞানী আর্থার বি ম্যাকডোনাল্ড - Nobel Prize in 2015


 

 আন্তর্জাতিক ডেস্কঃ জাপানী বিজ্ঞানী তাক্কাকি কাজিতা এবং কানাডিয়ান বিজ্ঞানী আর্থার বি ম্যাকডোনাল্ড এ বছর পদার্থে নোবেল পেয়েছেন। মঙ্গলবার সুইডেন নোবেল কমিটি এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করে। নিউট্রিনো বা অতিপারমাণবিক কণার যে ওজন আছে তা প্রমাণ করার জন্য তারা এবার নোবেলের জন্য মনোনীত হয়েছেন। তাদের এ আবিষ্কার আগের ধারণার সঙ্গে এক প্রকার বিতর্ক তৈরি করে। কারণ আগে ধারণা করা হতো নিউট্রিনো কণার কোনো ভর নেই।

Wednesday, December 24, 2014

ছিটমহল (Enclave)


                              ছিটমহল (Enclave)

 ১।ভারতের কুচবিহারে (রাজ্য-পশ্চিমঙ্গ)বাংলাদেশী ছিটমহল ৫১টি।

 ২।বাংলাদেশের লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি, কুড়িগ্রামে ১২টি, নীলফামারী ৪টি, সর্বমোট ১১১টি ভারতীয় ছিটমহল আছে।


৩।দহগ্রাম-আঙ্গুরপোতা ছিটমহল- দহগ্রাম-আঙ্গুরপোতা লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ছিটমহর । ছিটমহলটির আয়তন ৩৫ বর্গমাইল। এই ছিটমহলের সাথে যোগাযোগের জন্য িতন বিঘা করিডোর ব্যবহৃত হয। ১৯৯২ সালের ২৬ জুন ভাতর বাংলাদেশের জন্য তিনবিঘা করিডোর খুলে দেয়। তিস্তা নদীর তীরে অবস্থিত তিনবিঘা করিডোরের মাপ ১৭৮ মিটার ৮৫ মিটার।

৪।মশালডাঙ্গা ছিটমহল- কুড়িগ্রাম জেলায় অবস্থিত।

বাংলাদেশের সমুদ্র সৈকত (Sea beach in Bangladesh)


বাংলাদেশের সমুদ্র সৈকত (Sea beach in Bangladesh)
১. কক্সবাজার সমুদ্র সৈকতের অবস্থান কক্সবাজারে এর দৈর্ঘ্য ১২০ কি: মি:।
২. কুয়াকা সমুদ্র সৈকতের অবস্থান পটুয়াখলীতে এর দৈর্ঘ্য ৩০ কি:মি:।
৩. ইনানী সমুদ্র সৈকতের অবস্থান কক্সবাজারে এর দৈর্ঘ্য ৩০কি:মি:।
৪.পতেঙ্গা সমুদ্র সৈকতের অবস্থান চট্টগ্রামে এর দৈর্ঘ্য ৩০কি:মি:।
৫. বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার।
৬. বাংরাদেশের সমুদ্র সৈকতের মধ্যে শুধুমাত্র কুয়াকাটা সমুদ্র সৈকত হতে সূর্যোদয় দেখা যায়।

বঙ্গোপসাগর (Bay of Bengal)
·        বঙ্গোপসাগর ভারত মহাসাগরের অংশবিশেষ।
·        সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of on ground): বঙ্গোপসাগরে একটি খাদের নাম। এর অন্য নাম ‘গঙ্গাখাত‌”।

নদীর নাম - উপনদী (Distributary rivesr) –শাখানদী (Tributary river)


নদীর নাম - উপনদী (Distributary rivesr) শাখানদী (Tributary river)

পদ্মা         - মাহানন্দা               - কুমার, মাথাভাঙা, ভৈরব, গড়াই, মধুমতি, আড়িয়াল খা।
মহানন্দা     -পুনর্ভবা, নাগর, ট্যাংগন কুলিক-
মেঘনা       - মনু, বাউলাই , তিতাস, গোমতী-
ব্রহ্মপুত্র     - ধরলা তিস্তা-যমুনা, বংশী, শীতলক্ষ্যা
যমুনা        - করতোয়া   আত্রাই  - ধলেশ্বরী
কর্ণফুলী     -হালদা, বোয়ালখালি, কাসালং।
ধলেশ্বরী     - ০০০০০০০০          -বুড়িগঙ্গা
ভৈরব       - ০০০০০০০০          - কপোতাক্ষ পশুর।

Sunday, December 21, 2014

মুক্তিযুদ্ধের সমরিক প্রশাসন



মুক্তিযুদ্ধের সমরিক প্রশাসন

মুক্তিবাহিনী সরকারী পর্যায়ে  দুইভাগে বিভক্ত ছিল। যথা- নিয়মিত । ও অনিমিত বাহিনী।

                             *নিয়মিত /Regular Forces*

ক) সেক্টর ট্রুপস(sector Troops)

প্রথানম্তী তাজউদ্দিন আহমেদের নিদেশে সশস্ত বাহিনীর প্রধান জেনারেল এম এ জি ওসমানী সুষ্টভাবে মুক্তিযুদ্ধ পরিচলনার জন্য সমগ্র ক্ষেএকে ১১ টি সেক্টরে ভাগ করেন। প্রতিটি সেক্টরের দায়িত্ব একজন সেক্টর কমান্ডারের উপর ন্যস্ত করা হয়।

তেলিয়াপড়া রণকৌশল:১৯৭১ সালের ৪এপ্র্রিল সিলেটের তেলিয়াপাড়ায় পাকিস্তান সোনাবাহিনী,ইস্ট পাকিস্তান রাইফেল,আনসার ও পুলিশ বাহিনীর উচ্চপদস্হ বঙ্গালী সদস্যরা এক বৈঠাক মিলিত হয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে এক সম্মিলিত আক্রমণের পরিকল্পনা করেন।

Translate