Saturday, November 8, 2014

Introduction Generalknowledgebuildings.blogspot.com


ভূমিকা

বিসমিল্লাহির রহমানির রহীম
বাংলাদেশ একটি জনবহুল দেশ। বিপুল জনশক্তির এদেশে স্বাভাবিকভাবেই কর্মক্ষম জনশক্তির পরিমাণ অনেক বেশী উন্নয়নশীল দেশ হিসেবে ধীরগতিতে শিল্প স্থাপন, বাজনৈতিক অস্থিরতা, শক্তিসম্পদের অপ্রতুলতাসহ নানাবিধ কারণে আমাদের দেশে কর্মসঙস্থানের রয়েছে বিপুল ঘাটতি। তাছাড়া সরকারি কাজে ঘুষ-দুর্নীতির কারণে স্থানীয় পর্যায়ে  গড়ে োঠা সম্ভব হচ্ছে না ক্ষুদ্র এবং মাঝারি পর্যায়ের শির্পোদ্যোগ, যা পারত আমাদের বিপুল সংখ্যক কর্মক্ষম জনশক্তির বেকারত্বের হার নিন্ম পর্যায়ে নিয়ে আসতে। আমাদের বিপুল সংখ্যক জনবরকে তাই মুখোমুখি হতে হয় চাকরি নামক সোনার হরিন অর্জনের একটি লড়াইয়ে।লক্ষ লক্ষ চাকরি প্রত্যাশী এসব জীবন জয়ের  যোদ্ধাদের কথা ভেবে এবং বিশ্ববিদ্যালয় ভার্তিচ্ছুদের নতুন স্বপ্নপথের যাত্রাকে আরো সাবলীল এবং সহজসাধ্য করার প্রয়াসে দক্ষতার সাথে এই বোলাগের মাধ্যমে প্রকাশনার উদ্যোগ নিয়েছ। আমি আসা করি বিশ্ববিদ্যালয়, বিসিএসসহ , সকল প্রতিযোগিতামূক পরীক্ষার কথা মাথায় রেখেই ধারাবাহিক , সুপরিকল্পিত এবং সুবিন্যস্ত নিদের্শনা তথ্যবহুল করে বোলাগটি সাজানোর চেষ্টা করা হয়েছে যা প্রতিটি শিক্ষার্থীকে তার কাঙ্ক্ষিত লক্ষে পৌছিয়ে দিতে সাতায্য করবে।
                                        ----------খোদা হাফেজ----------
    

1 comment:

  1. Introduction Generalknowledgebuildings.blogspot.com

    ভূমিকা

    বিসমিল্লাহির রহমানির রহীম
    বাংলাদেশ একটি জনবহুল দেশ। বিপুল জনশক্তির এদেশে স্বাভাবিকভাবেই কর্মক্ষম জনশক্তির পরিমাণ অনেক বেশী উন্নয়নশীল দেশ হিসেবে ধীরগতিতে শিল্প স্থাপন, বাজনৈতিক অস্থিরতা, শক্তিসম্পদের অপ্রতুলতাসহ নানাবিধ কারণে আমাদের দেশে কর্মসঙস্থানের রয়েছে বিপুল ঘাটতি। তাছাড়া সরকারি কাজে ঘুষ-দুর্নীতির কারণে স্থানীয় পর্যায়ে গড়ে োঠা সম্ভব হচ্ছে না ক্ষুদ্র এবং মাঝারি পর্যায়ের শির্পোদ্যোগ, যা পারত আমাদের বিপুল সংখ্যক কর্মক্ষম জনশক্তির বেকারত্বের হার নিন্ম পর্যায়ে নিয়ে আসতে। আমাদের বিপুল সংখ্যক জনবরকে তাই মুখোমুখি হতে হয় চাকরি নামক সোনার হরিন অর্জনের একটি লড়াইয়ে।লক্ষ লক্ষ চাকরি প্রত্যাশী এসব জীবন জয়ের যোদ্ধাদের কথা ভেবে এবং বিশ্ববিদ্যালয় ভার্তিচ্ছুদের নতুন স্বপ্নপথের যাত্রাকে আরো সাবলীল এবং সহজসাধ্য করার প্রয়াসে দক্ষতার সাথে এই বোলাগের মাধ্যমে প্রকাশনার উদ্যোগ নিয়েছ। আমি আসা করি বিশ্ববিদ্যালয়, বিসিএসসহ , সকল প্রতিযোগিতামূক পরীক্ষার কথা মাথায় রেখেই ধারাবাহিক , সুপরিকল্পিত এবং সুবিন্যস্ত নিদের্শনা তথ্যবহুল করে বোলাগটি সাজানোর চেষ্টা করা হয়েছে যা প্রতিটি শিক্ষার্থীকে তার কাঙ্ক্ষিত লক্ষে পৌছিয়ে দিতে সাতায্য করবে।
    ----------খোদা হাফেজ----------

    ReplyDelete

Translate