Wednesday, December 24, 2014

বাংলাদেশের সমুদ্র সৈকত (Sea beach in Bangladesh)


বাংলাদেশের সমুদ্র সৈকত (Sea beach in Bangladesh)
১. কক্সবাজার সমুদ্র সৈকতের অবস্থান কক্সবাজারে এর দৈর্ঘ্য ১২০ কি: মি:।
২. কুয়াকা সমুদ্র সৈকতের অবস্থান পটুয়াখলীতে এর দৈর্ঘ্য ৩০ কি:মি:।
৩. ইনানী সমুদ্র সৈকতের অবস্থান কক্সবাজারে এর দৈর্ঘ্য ৩০কি:মি:।
৪.পতেঙ্গা সমুদ্র সৈকতের অবস্থান চট্টগ্রামে এর দৈর্ঘ্য ৩০কি:মি:।
৫. বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার।
৬. বাংরাদেশের সমুদ্র সৈকতের মধ্যে শুধুমাত্র কুয়াকাটা সমুদ্র সৈকত হতে সূর্যোদয় দেখা যায়।

বঙ্গোপসাগর (Bay of Bengal)
·        বঙ্গোপসাগর ভারত মহাসাগরের অংশবিশেষ।
·        সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of on ground): বঙ্গোপসাগরে একটি খাদের নাম। এর অন্য নাম ‘গঙ্গাখাত‌”।

No comments:

Post a Comment

Translate