পাকিস্তান আমল - Pakistan Period
প্রশ্নঃ
আওয়ামী লীগের মূল বা আদি নাম কি?
উত্তরঃ
আওয়ামী মুসলিম লীগ।
প্রশ্নঃ
আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন কে?
উত্তরঃ
মাওলানা ভাসানী।
প্রশ্নঃ
আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ
আবুল হাশিম।
প্রশ্নঃ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান কোন পদে ছিলেন?
উত্তরঃ
যুগ্ম সম্পাদর্ক।
প্রশ্নঃ
বাংলাদেশের গৃহীত এস্টেট একুইজিশন এণ্ড টেনান্সী এ্যাক্ট কোন সনে পাস হয়?
উত্তরঃ
১৯৫০ সাল।
Read more
প্রশ্নঃ
পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
উত্তরঃ
১৯৫০ সালে।
প্রশ্নঃ
জমিদারি প্রথা বিলুপ্ত হয়?
উত্তরঃ
১৯৫০ সালে।
প্রশ্নঃ
তমুদ্দিন মজলিস কোন সনে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ
১৯৪৭ সালে।
প্রশ্নঃ
ভাষা আন্দোলনের একজন পথ প্রদর্শক হিসাবে খ্যাত?
উত্তরঃ
ধীরেন্দ্র নাথ দত্ত।
প্রশ্নঃ
ধীরেন্দ্র নাথ দত্ত বাংলার ইতিহাসে কে বিখ্যাত ?
উত্তরঃ
বাংলাভাষা প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ।
প্রশ্নঃ
পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের (Cnstituent Assembly) ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্রবহারের
দাবি কে প্রথম করেছিলেন?
উত্তরঃ
ধীরেন্দ্র নাথ দত্ত।
প্র্র্রশ্নঃ
পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে পরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের
প্রধান দাবী করেন?
উত্তরঃ
ধীরেন্দো নাথ দত্ত।
প্রশ্নঃ
পাকিস্তানের ঘণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা
বাংলা করার দাবি জানন কে?
উত্তরঃ
কুমিল্লার ধীরেন্দ্র নথ দত্ত।
প্রশ্নঃ
কত সালে রাষ্টভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়?
উত্তরঃ
১৯৪৮ সালে।
প্রশ্নঃ
১৯৪৮-১৯৫২ এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর ভাষা দিবস বলে একটি দিন পালন করা হত
। দিনটি ছিল কি?
উত্তরঃ
১১ মার্চ।
প্রশ্নঃ১৯৪৮
সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেন উর্দু
একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা । কে এই নেতা?
উত্তরঃ মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রশ্নঃ
All Parties State Language Movement Committee was formed in?/ সর্বদলীয় রাষ্টভাষা
সংগ্রাম কমিটি কোন সালে গঠিত হয়?
উত্তরঃ
১৯৫২ সালে।
প্রশ্নঃ
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে বুকেবর রক্ত দিয়ে মাতৃভাষার মান রক্ষা করেন শহীদ জব্বার,
রফিক, বরকত, সালাম, ঐ দিনটি বাংলায় কত তারিখ ছিল?/ ভাষা আন্দোলন দিনটি বাংলায় কত তারিখ
ছিল?
উত্তরঃ
৮ ফাল্গুন ।
প্রশ্নঃ
নূর হোসেন কোন ঘটনার মাধ্যমে?
উত্তরঃ
নূর হোসেন ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন।
প্রশ্নঃ
রাষ্ট্রভাষার আন্দোলন অংকুরিত হয় ১৯৪৭ সালে,
মহীরুহে পরিণত হয় কত সালে?
উত্তরঃ
১৯৫২ সালে।
প্রশ্নঃ
১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন কিরে জন্ম দিয়েছিল?
উত্তরঃ
এক নতুন জাতীয় চেতনার।
প্রশ্নঃ
তৎকালীন পাকিস্কানে বাংলা ভাষা বাষ্ট্রাভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে?/ কত সালে বাংলা
ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?
উত্তরঃ
১৯৫৬ সাল।
প্রশ্নঃ
১৯৪৫ সালের নির্বাচনে কোন দর জয়লাভ করে?
উত্তরঃ
যুক্তফ্রন্ট।
প্রশ্নঃ
কোন বছর যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে?
উত্তরঃ
১৯৫৪ সাল।
No comments:
Post a Comment