Sunday, December 21, 2014

মুক্তিযুদ্ধের সমরিক প্রশাসন



মুক্তিযুদ্ধের সমরিক প্রশাসন

মুক্তিবাহিনী সরকারী পর্যায়ে  দুইভাগে বিভক্ত ছিল। যথা- নিয়মিত । ও অনিমিত বাহিনী।

                             *নিয়মিত /Regular Forces*

ক) সেক্টর ট্রুপস(sector Troops)

প্রথানম্তী তাজউদ্দিন আহমেদের নিদেশে সশস্ত বাহিনীর প্রধান জেনারেল এম এ জি ওসমানী সুষ্টভাবে মুক্তিযুদ্ধ পরিচলনার জন্য সমগ্র ক্ষেএকে ১১ টি সেক্টরে ভাগ করেন। প্রতিটি সেক্টরের দায়িত্ব একজন সেক্টর কমান্ডারের উপর ন্যস্ত করা হয়।

তেলিয়াপড়া রণকৌশল:১৯৭১ সালের ৪এপ্র্রিল সিলেটের তেলিয়াপাড়ায় পাকিস্তান সোনাবাহিনী,ইস্ট পাকিস্তান রাইফেল,আনসার ও পুলিশ বাহিনীর উচ্চপদস্হ বঙ্গালী সদস্যরা এক বৈঠাক মিলিত হয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে এক সম্মিলিত আক্রমণের পরিকল্পনা করেন।Read more

খ) ব্রিগেড ফোর্স(Brigade forces):

১১টি সেক্টর ও  অনেক গুলো সাব সেক্টর ছাড়াও রণঙ্গনকে তিনটি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়। ফোর্সের নামকরণ করা হয় অধিনায়কদের নামের আ্দ্যক্ষর দিয়ে।

ফোর্সের নাম
অধিনায়ক
জেড ফোর্স
মেজার জিয়াউর রহমান
এস ফোর্স
মেজার কে এম শফিউল্লাহ
কে ফোর্স
মেজর খালেদ মোশাররফ
অনিয়মিত বাহিনী
Irregular Forces

বাহিনীতে ছিল ও যুবকেরা।গোরিলা  পদ্ধিতে যুদ্ধ করার জন্য এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এদেরকে  বলা হত ফাইডম ফাইটার্স (এফ.এফ)-সরকারী নাম ছিল অনিয়মিত বাহিনী বা গণবাহিনী।

এক নজরে মুক্তিযুদ্ধে সেক্টর এলাকা
সেক্টর নং
এলাকা
এক নম্বার সেক্টর
চট্রগ্রাম,পার্বত্য চট্রগ্রাম এবং ফেনী নদী পযন্ত
দুই নম্বার সেক্টর
নোয়াখালী এবং কুমিল্লা ,ঢাকা ও ফরিদপুর জেলার অংশ বিশেষ
তিন নম্বার সেক্টর
হবিগঙ্গ,কিশোরগঙ্গ এবং কুমিল্লা ও ঢাকা জেলার অংশ বিশেষ
চার নম্বার সেক্টর
সিলেট জেলার অংশবিশেষ
পাচ নম্বার সেক্টর
সিলেট জেলার অংশবিশেষ এবং বৃহওর ময়মনসিংহের সীমান্তবতী অঞ্চল।
ছয় নম্বার সেক্টর
রংপুর ও দিনাজপুরের ঠাগুরগাঁও মহাকুমা।
সাত নম্বার সেক্টর
রাজশাহী,পাবনা,বগুড়া জেলা এবং ফরিদপুর ওখুলনার অংশ বিশেষ
আট নম্বার সেক্টর
কুষ্টিয়া(মুজিবনগর),যশোরএবং ফরিদপুর ও খুলনার অংশ বিশেষ
নয় নম্বার সেক্টর
খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ
এবংবৃহওর বরিশাল ও পটুয়াখালী জেলা।

দশ নম্বার সেক্টর
এ সেক্টারের অধীনে ছিল নৌ কমান্ডোরা,সমুদ্র উপকূলীয় অঙ্গল ও অভ্যন্তরীণ নৌপথ
এগার নম্বার সেক্টর
কিশোরগঙ্গ ব্যতীত ময়মনসিংহ ও টাঙ্গা্‌ইল জেলা
সেক্টর কমান্ডারদের পরিচয়
সেক্টর
সেক্টর কমান্ডারদের নাম
এক নম্মর সেক্টর
মেজরজিয়া উররহমার(এপ্রিল-জুন)      মেজর ফিকুল ইলাম(জুন-ডিসেম্বর)
দুই  নম্মর সেক্টর
মেজর খালেদ মোশাররফ(এপ্রিল-সেপ্টেম্বর)মেজার হায়দার (সেপ্টম্বর-ডিসেম্বর)
তিন নম্মর সেক্টর
মেজর শফিউল্লাহ(এপ্রিল-সেপ্টম্বর)মেজর নুরুজ্জামান(সেপ্টম্বর-
চার নম্মর সেক্টর
সিলেট জেলার অংশবিশেষ
পাঁচ নম্মর সেক্টর
সিলেট জেলার অংশবিশেষ এবং বৃহাত্তর  ময়মানসিংহের সীমান্তবতরঈ অঞ্চল
ছয় নম্মর সেক্টর
রংনপুর ও দিনাজপুরের ঠাকুরগঁাও মহাকুমা।
সাত নম্মর সেক্টর
রাজশাহী, পাবনা, বগুরা জেলা এবং ঠাকুরগঁাও ছাড়া দিনাজপুরের অবশিষ্ঠ অংশ
আট নম্মর সেক্টর
কুিষ্টয়া (মুজিবনগর), যশোর এবং ফরিদপুর ও খুলনার অংশ বিশেষ
নয় নম্মর সেক্টর
খুলনা এ ফরিদপুর জেলার অংশবিশেষ এবং বৃহত্তর বরিশাল ও পটুয়াখাল জেলা।
দশো নম্মর সেক্টর
এ সেক্টরের অদীনে ছিল নৌ কমান্ডোর, সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথ।
এগার নম্মর সেক্টর
কিশোরগঞ্জ ব্যতীত ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা।

No comments:

Post a Comment

Translate