Monday, November 24, 2014

Rain fall in Bangladesh- বাংলাদেশের বৃষ্টিপাত -মাহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র (SPARRSO) - সার্ক আবহাওয়া কেন্দ্র (SMRC)


Rain fall in Bangladesh- বাংলাদেশের বৃষ্টিপাত

বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত – ২৩০ সেমি বা, ২০৩০মি.মি.
বাংলাদেশের বর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান সিলেটের লালখান।
বাংলাদেশের সর্বন্মি বৃষ্টিপাতের স্থান নাটোরের লালপুর।
ঋতুভিত্তিক বৃষ্টিপাত –বাংলাদেশে মোট বৃষ্টিপাতের এক পঞ্চমাংশ গ্রীষ্মকেল হয়।  বাংলাদেশে মোট বৃষ্টিপাতের পাচভাগের প্রায় চারভাগ বৃষ্টিপাত বর্ষাকালে হয়।
বাংলাদেশের ঋতুবৈচিত্র্য
বাংলাদেশের মোট ঋতু ৬টি । যথা- গ্রীষ্ম, বর্ষা, শর, হেমন্ত, শীত, এবং বসন্ত।
বাংলাদেশের স্বতন্ত্র ঋতু- বর্ষাকাল।
বাংলাদেশের শীতকালে কম বৃর্ষিপাত হয়- উত্তর- পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে।
বাংলাদেশের সবচেয়ে বড় দিন- ২১ জুন।
বাংলাদেশের সবচেয়ে বড় ছোট দিন- ২২ ডিসেম্বর।

মাহাকাশ গবেষণা দূর অনুধাবন কেন্দ্র (SPARRSO)
Space Research and remote Sensing Organization

ঢাকার আগারগায়ে অসস্থিত মাহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা।
ঘূর্ণিঝড় দূযোরএগর ক্ষেত্রে বাংলাদেশের্একমাত্র পূর্বাভাস কেন্দ্র্ ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
সংস্থাটি প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীনে কাজ করে।
সার্ক আবহায়া কেন্দ্র (SMRC)
SAARC METEOROLOGICAL RESEARCH CENTRE

ঢাকার আগারগায়ে অসস্থিত ।
১৯৯৫ সালের ২ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।

No comments:

Post a Comment

Translate