বিল – Beel
বাংলাদেশের বৃহত্তম বিল চলনবিল। চলনবিলের
মধ্য দিয়ে আত্রাই নদী প্রবাহিত হয়েছে।
নদী, বিল ও হাওড় বাংলাদেশের মিটাপানির মাছের উৎস ।
বাংলাদেশের মিঠাপানির মাছের প্রধান উৎস চলনবিল।
ডাকাতিযা
বিলকে পশ্চিমা বাহিনী নদী বলা হয়।
১. চলনবিল
পাবনা এবং নাটোরে অবস্থিত।
২. বিল
ডাকাতিয়া খুলনায় অবস্থিত ।
৩. তামাবিল
সিলেটে অবস্থিত ।
৪. আড়িয়র
বিল শ্রীনগর, মুন্সিগঞ্জ অবস্থিত।
৫. ভবদহ বিল
যশোরে অবস্থিত।
৬. বাইক্কা
বিল শ্রীমঙ্গল, মৌলভীবাজারে অবস্থিত।
হাওড় –Haor
১. হাকালুকি হাওড় মৌলভীবাজার এবং সিলেটে অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম হাওড়।
২. টাঙ্গুয়ার হাওড় সুনামগঞ্জ অবস্থিত।
৩. হাইল হাওড়
সুনামগঞ্জ অবস্থিত।
৪. বুরবুক
হাওড় জৈন্তাপুর, সিলেটে অবস্থিত।
No comments:
Post a Comment