Saturday, November 8, 2014

বাংলাদেশের অবস্থান এবং আয়তন(Area and Location of Bangladesh)


           বাংলাদেশের অবস্থান এবং আয়তন(Area and Location of Bangladesh) 
 দক্ষিনি এশিয়ার একটি দেশ। আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলি বা, ৫৬,৯৭৬ বর্গমাইল। 
বাংলাদেশের সীমানা(Border of Bangladesh)
v          বাংলাদেশের সর্বমোট সীমারেখা-৪৭১২ কি.মি.(মাধ্যমিক ভূগোল),৫১৩৮ কি.মি.(বর্ডার গার্ড বাংলাদেশ)।
v             সাংলাদেশের সর্বমোট স্থলসীমা -৩৯৯৫ কি.মি.(মাধ্যমিক ভূগোল),৭১১কি.মি.(বর্ডার গার্ড বাংলাদেশ)।
v       বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা-২০০ নটিক্যাল মাইল ।
v  বাংলাদেশের সাথে দুটি দেশের সীমানা আছে- ভারত এবং মিয়ানমার।
v  বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য-৩৭১৫ কি.মি.(মাধ্যমিক ভূগোল),৪১৫৬কি.মি.(বর্ডার গার্ড বাংলাদেশ)।
v  বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য- ২৮০ কি.মি.(মাধ্যমিক ভূগোল),২৭১কি.মি.(বর্ডার গার্ড বাংলাদেশ)।
v  বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩টি।
v  ভারত এবং মিয়ানমার উভয়দেশের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা- বাঙামাটি।
v  মিয়ানমারের সীমান্তবর্তী  জেলা- ৩টি।( বাংামাটি, বান্দরবান এবং কক্সবাজার।
v  ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা- ৩০ টি।

একনজরে ভারতের সীমান্তবর্তী বাংরাদেশের ৩০ টি জেলা
v  ঢাকা বিভাগ- জামালপুর, শেরপুর, মযমনসিংহ, নেত্রকোণা।
v  সিলেট বিভাগ- সিলেট, সুনামগঞ্জ, মৌরভীবাজার, হবিগঞ্জ।
v  চট্টগ্রাম বিভাগ- চট্টগ্রাম, রাঙামাটি,খাগড়াছড়ি,ফেনি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া।
v  রাজশাহী বিভাগ- জযপুরহাট, ন োগা, নবাবগঞ্জ, রাজশাহী।
v  রংপুর বিভাগ- কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নিলফামারী, ঠাকুরগা ো, দিনাজপুর।
v  খুলনা বিভাগ- মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা।

বাংলাদেশের সীমানা এবং ভারত (Border of Bangladesh and India)
  উত্তরে- ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয় প্রদেশ।
  পূর্বে- ভারতের আসাম, ত্রিপুরা এবং মিজোরাম প্রদেশ ো মিয়ানমার।
পশ্চিমে- ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ।
 দক্ষিনে- বঙ্গোপসাগর, মিয়ানমার, ( বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রদেশ অবস্থিত।আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

No comments:

Post a Comment

Translate