সাম্রাট অশোক (খ্রিস্টপূর্ব ২৭৩ – খ্রিস্টপূর্ব
২৩২ অব্দ)
মৌর্য বংশের তৃতীয় সম্রাট ছিলেন অশোক । উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত
হয় সম্রাট অশোকের রাজত্বকালে। অঞ্চলটি একটি প্রদেশে পরিনত হয়েছিল। প্রাচীন
পুণ্ড্রনগর ছিল এ প্রদেশের রাজধানী। মহাস্থানগড়ে সম্রাট অশোকের একটি শিলালিপি পাওয়া গেছে। কলিঙ্গের যুদ্ধ সম্রাট অশোকের জীবনে ছিল এক মাইলস্টোন। যুদ্ধে
কলিঙ্গ রাজ সম্পূণৃ পরাজিত হন এবং এক লক্ষ লোক হিত হয়। কলিঙ্গ যুদ্ধের রক্তস্রোত
অশোকের মনে গভীর বেদনার রেখাপাত করে।তখন
কৃতকর্মের অনুশোচনায় মুঞ্যমান অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন্ তার শাসনামরে
বৌদ্ধধর্ম রাজধর্ম হিসাবে স্বীকৃতি পায়। তা চেষ্টায় বৌদ্ধধর্ম বিশ্বধর্মের মর্যাদা
পায়। এজন্য তাকে বৌদ্ধধর্মের কনস্ট্যানটাইন, বলা হয়।
বৃহদ্রথঃ মৌর্য বংশের সর্বশেষ সম্রাট ছিলেন।
No comments:
Post a Comment