Sunday, December 7, 2014

সেন রাজাদের ইতিহাস - The History of the Sena kings



সেন রাজাদের ইতিহাস

The History of the Sena kings
বাংলার ব্যাপক অংশ জুড়ে একাদশ শতাব্দীর মাঝপর্বে প্রতিষ্ঠিত হয় শক্তিশালী সেন বংশের শাসন। বাংলার সেন বংশের  প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। তিনি কর্ণাট থেকে বৃদ্ধ বয়েসে বাংলায় আসেন। তিনি প্রথমে বসতি স্থাপন করেন রাঢ় অঞ্চলে গঙ্গা নদীর তীরে। তিনি রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেয়া হয় সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে।


Read more 

বিজয়সেন (১০৯৮ -১১৬০ )


সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয়সেন।
বল্লাল সেন ( ১১৬০ – ১১৭৮ )
বল্লাল সেন বাংলায় সামাজিক সংস্কার বিশেষ করে কৌলিন্য প্রথার প্রবর্তনকারী হিসাবে পরিচিত।

লক্ষ্মন সেন ( স১১৭৮ – ১২০৬ )


১২০৮ সালে মুসলিম সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজী লক্ষ্মণ সেনকে পরাজিত করে নদীয়া দখল করেন। লক্ষ্মণ সেনের  পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসান হয়। সেন বংশের রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। সেনযুগের অবসানের মধ্য দিয়ে বাংলায় হিন্দু রাজাদের শাসনের অবসান ঘটে।

উপমহাদেশ ইসলামের আবির্ভাব

সিন্ধু বিজয়
উমাইয়া খলিফা য়ালিদ বিন আব্দুল মালিকের বাজত্বকালে মুসলমাদের বিজয়াভিযান শুরু হয়। তার সেনাপতি মুসা বিন নুসাইর সমগ্র উত্তর আফ্রিকা এবং স্পেন জয় করে। খলিফা য়ালিদের রাজত্বকালে হাজ্জাজ বিণ ইউসুফ পূর্বাঞ্চলীয় প্রদেশ সমূহের শাসনকর্তা নিযুক্ত হন। তিনি ৭১২ খ্রিস্টাব্দে তার জামাতা মুহম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের ফলে উপমহাদেশে ইসরামের আবির্ভাব ঘটে। কিন্তু মুহম্মদ বিন কাসিমের অকালমৃত্যুর কারণে ইসলামকে উপমহাদেশে একটি রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়নি।

সুলতান মাহমুদের ভারত অভিযান (১০০০ – ১০২৭)

মুহম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের প্রায় ৩০০ বছর পর গজনীর সুলতান মাহমুদ ১০০০ সাল থেকে ১০২৭ সাল পর্যন্ত সময়ের মধ্যে উপমহাদেশের পশ্চিমাঞ্চলে ১৭ বার অভিযান পরিচালনা করেন।
ভারতে মুসলমান শাসন
ময়েজউদ্দিন মুহম্মদ বিন সাম ইতিহাসে শিহাবউদ্দিন মুহম্মদ ঘুরী নামে পরিচিত । কোন কোন ঐতিহাসিক লেনপুর তাদের আফগান জাতির বংশদর ব অভিহিত করেছে । গজনীতে ঘুর সম্রজ্য প্রতিষ্ঠিত হলে মুহম্মদ ঘুরী উপমহাদেশে তার সম্রজ্য বিস্তারে মনোনিবেশ করেন।

তারানের প্রথম যুদ্ধ:

প্রতিপক্ষ : মুহম্মদ ঘুরী পৃথিরাজ চৌহান
সময়কাল : ১১৯১ খ্রি:
ফলাফল : মুহম্মদ ঘুরী শোচনীয়ভাবে পরাজিত আহত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন।

 

তারাইনের দ্বিতীয় যুদ্ধ :

প্রতিপক্ষ : মুহম্মদ ঘুরী পৃথিরাজ চৌহান
সময়কাল : ১১৯২ খ্রি:
ফলাফল : পৃথিরাজ চৌহান শোচনীয়ভাবে পরাজিত নিহত হন এবং মুসলিম সম্রজ্য প্রতিষ্ঠার পথ সুগম হয়।
অত:পর মুহম্মদ ঘরী উত্তর উপমহাদেশের শাসনভার তার সুযোগ্র সেনাপতি কুতুবুদ্দিনের উপর ন্যস্ত করে গজনী প্রত্যাবর্তন করেন । কুতুবউদ্দিন উত্তর ভারতে রাজ্যবিস্তার করে দিল্লীতে তার রাজধানী স্থাপন করেন।

No comments:

Post a Comment

Translate